রহমত নিউজ 14 August, 2024 04:18 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৫ জুলাই থেকে ৫আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। আন্দোলন চলাকালে নিহত আরিফ আহম্মেদ সিয়ামের বাবা মুহাম্মাদ বুলবুল কবির এই মামলার আবেদন করেছেন।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে ট্রাইব্যুনালের ধানমন্ডিতে তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে তদন্ত সংস্থার প্রধান কো-অর্ডিনেটর বরাবর নিহত আরিফ আহম্মেদ সিয়ামের বাবার পক্ষে আইনজীবী গাজী এম এইচ তামিম এই মামলার আবেদন করেন।
আইনজীবী গাজী এম এইচ তামিম মামলার আবেদনের বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনসাল'স অ্যাক্ট অনুযায়ী মামলাটি করেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেবে।
এরপর মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে বলেও তিনি জানান।